Posts

Showing posts from February, 2018
Image
চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এমআই ৭ তৈরিতে কাজ করছে। এ বছরের জুন নাগাদ নতুন ওই ফোনের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। নতুন ওই ফোন ঘিরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোয় প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। গুঞ্জন রয়েছে, এমআই ৭ স্মার্টফোনটির ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েবুর এক পোস্টে এমআই ৭ সম্পর্কে তথ্য প্রকাশিত হয়। তাতে বলা হয়, নতুন ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত উন্নত ক্যামেরা থাকবে। এর ক্যামেরা রেডমি নোট ৫ প্রোর মতো হতে পারে। ফোনটির পেছনে আইফোন টেনের মতো গ্লাস ব্যাক প্যানেল থাকতে পারে। প্রায় বেজেলহীন স্মার্টফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশের ১৬ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা, ইউএসবি টাইপ সি, ৩ হাজার ১৭০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে। অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেমের ফোনটির ওপরে এমআইইউআই ৯ ইন্টারফেস থাকবে। ৬ জিবি র‍্যামের ফোনটিতে ব্যবহৃত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। নতুন স্মার্টফোনটির দাম সম্পর্কে বা অন্য দেশে কবে নাগাদ আসতে পারে, সে সম্পর্কে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি শাওমি ক

দেশে আইফোন গ্রাহকদের জন্য দুঃসংবাদ

Image
১৯ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোর-জি চালু করতে যাচ্ছে মোবাইল অপারেটররা। এ নিয়ে মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ লক্ষ করা যাচ্ছে। ফোর-জির কারণে তারা কী সেবা পাবেন, সারা দেশে এই সেবা পাওয়া যাবে কি না, তা নিয়ে এখন চলছে নানা আলোচনা। এই আলোচনার মধ্যে কিছুটা হতাশ হতে হচ্ছে জনপ্রিয় মোবাইল ফোনসেট আইফোন গ্রাহকদের। যখন অন্যান্য হ্যান্ডসেটের গ্রাহকেরা ফোর-জি সেবা উপভোগ করবেন, তখন আইফোনের মালিকদের তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। কেননা শুরুতেই ফোর-জি পাচ্ছেন না অ্যাপল ব্যবহারকারীরা। মুঠোফোন অপারেটর সূত্র জানায়, আইফোনে ফোর-জি সেবা আসতে কিছুটা সময় লাগবে। আর সেটা চার থেকে পাঁচ সপ্তাহ হতে পারে। তার মানে হলো মার্চের শেষের দিকে ফোর-জি সেবা পাবেন আইফোন গ্রাহকেরা। বাংলাদেশের মোবাইল অপারেটরদের সঙ্গে কিছু কারিগরি বিষয় যথাযথভাবে শেষ করতে এ সময় লাগবে অ্যাপলের। তাই আপাতত বাংলালিংক, রবি বা গ্রামীণফোনের আইফোন গ্রাহকদের একটু বেশি সময় অপেক্ষা করতেই হচ্ছে।

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় ই-মেইল ঠিকানা যুক্ত করার ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

Image
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় ই-মেইল ঠিকানা যুক্ত করার ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। গতকাল ২১ ফেব্রুয়ারি এক ব্লগ পোস্টে মাইক্রোসফট এ তথ্য জানিয়েছে। ওই ব্লগ পোস্টে ই-মেইল ঠিকানায় ১৫টি ভাষা সমর্থনের কথা বলা হয়। এর মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, বোড়ো, ডগরি, কনকানি, মৈথিলি, মারাঠি, নেপালি, সিন্ধি, গুজরাটি, মণিপুরি, পাঞ্জাবি, তামিল, তেলেগু ও উর্দু। মাইক্রোসফট জানিয়েছে, আউটলুক অ্যাকাউন্টের ক্ষেত্রে স্থানীয় ভাষার ই-মেইল ঠিকানা ব্যবহার করা যাবে। পিসি, আউটলুক ডটকম, অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে আউটলুক অ্যাপসে স্থানীয় ভাষায় ই-মেইল আদান-প্রদান করতে পারবেন। মাইক্রোসফটের অন্যান্য সেবা, যেমন: অফিস ৩৬৫, এক্সচেঞ্জ অনলাইন, এক্সচেঞ্জ অনলাইন প্রোটেকশন ও ই-মেইল অ্যাপসের ক্ষেত্রেও নতুন সেবাটি পাওয়া যাবে। মাইক্রোসফটস ই-মেইল অ্যাড্রেস ইন্টারন্যাশনালাইজেশনের (ইএআই) অংশ হিসেবে নতুন ভাষা সমর্থনের এ বিষয় যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট বলছে, ভারতীয় অঞ্চলের ভাষাগুলো অনলাইনে খুব বেশি তুলে ধরা হয় না। ভারতে ৪৪৭টি ভ

বর্তমানে বিশ্বে আউটসোর্সিং তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে

Image
বর্তমানে বিশ্বে আউটসোর্সিং তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে। এখানে প্রায় সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ লাখ কাজ করেন মাসিক আয়ের ভিত্তিতে। বেসিস সফটএক্সপো ২০১৮–এর দ্বিতীয় দিন গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে ‘ফ্রিল্যান্সার কনফারেন্স’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সেমিনারে ফ্রিল্যান্সিং খাতের বিভিন্ন অবস্থা তুলে ধরেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর। উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরফান আলী, গুগল লোকাল গাইডস কমিউনিটি মডারেটর সুমাইয়া জাফরিন চৌধুরিসহ বিভিন্ন খাতের ব্যক্তিরা। সৈয়দ আলামাসকবীর বলেন, শুধু ফ্রিল্যান্সার হলেই শর্ত সাপেক্ষে বেসিস সদস্য হওয়া সম্ভব। ফ্রিল্যান্সিংকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিলে তা তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে অবদান রাখতে পারে। সরকার স্টার্টআপদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আসছে। ব্যাংকও এ খাতে কাজ করছে। অর্থাৎ বাজার তৈরি আছে। বেসিস থেকে ফ্রিল্যান্সারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ব্যা
Image
গ্যালাক্সি এস সিরিজে নতুন স্মার্টফোন এস ৯ ও এস ৯ প্লাসের ঘোষণা দিল স্যামসাং। স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শুরুর আগে গতকাল রোববার নতুন দুটি স্মার্টফোনের ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন স্মার্টফোনে ক্যামেরাকে বেশি গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি এস ৯ প্লাস স্মার্টফোনের পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস রিকগনিশন, এআর ইমোজি, ব্রিক্সবি ভিশন, ডুয়াল স্পিকার। প্রায় বেজেলহীন স্মার্টফোনটি ১৬ মার্চ থেকে নির্দিষ্ট কিছু দেশের বাজারে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে ২ মার্চ থেকে আগাম ফরমাশ নিতে শুরু করবে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের বাজারে এস ৯-এর দাম হবে ৭১৯ দশমিক ৯৯ মার্কিন ডলার আর এস ৯ প্লাসের দাম হবে ৮৩৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। ফোন দুটির পেছনে রয়েছে এফ ১ দশমিক ৫ এবং এফ ২ দশমিক ৪ অ‍্যাপাচার যুক্ত ১২ মেগাপিক্সেল ক‍্যামেরা ও এলইডি ফ্ল‍্যাশ। অ‍্যাপাচার থেকে ব‍্যবহারকারীরা প্রয়োজনমতো যেকোনো একটি অ্যাপাচার নির্বাচন করে নিতে পারবেন। সেলফি ও ভিডিও চ‍্যাটের জন‍্য সামনে রয়েছে এফ ১ দশমিক ৭ যুক্ত ৮ মেগাপিক

CLASSIFICATION BASED ON SIZE AND CAPABILITY

Image
a.                    Microcomputers (Personal Computer)  A microcomputer is the smallest general purpose processing system. The older pc started 8 bit processor with speed of 3.7MB and current pc 64 bit processor with speed  of 4.66 GB.  Examples: -      IBM PC s,  APPLE  computers Microcomputer can be classified into 2 types :            1 .   Desktops            2. Portables The difference is portables can be used while travelling whereas desktops computers cannot be carried around. The different portable computers are: - 1)         Laptop 2)         Notebooks 3)         Palmtop (hand held) 4)         Wearable computers Laptop : - this computer is similar to a desktop computers but the size is smaller. They are expensive than desktop. The weight of laptop is around 3 to 5 kg. Notebook :-These computers are as powerful as desktop but size of these computers are comparatively smaller than laptop and desktop. They weigh 2 to 3 kg. They are more costly t

Different Types of Computer.

The two basic types of computers are as under :- 1. General Computer & 2. Special Computer. General Computer A  general -purpose  computer  is one that, given the appropriate application and required time, should be able to perform most common computing tasks. Personal computers , including desktops, notebooks, smart-phones and tablets, are all examples of  general -purpose  computers . Special Computer Types of Special Computers Analog Computer Digital Computer & Hybrid Computer. Analog Computer Analog computers are used to process analog data. Analog data is of continuous nature and which is not discrete or separate. Such type of data includes temperature, pressure, speed weight, voltage, depth etc. These quantities are continuous and having an infinite variety of values. It measures continuous changes in some physical quantity e.g. The Speedometer of a car measures speed, the change of temperature is measured by a Thermometer, the weight is me
Image
Father of the personal computer Charles Babbage  was considered to be the father of computing after his invention and concept of the  Analytical Engine  in  1837 . The Analytical Engine contained an  Arithmetic Logic Unit (ALU) , basic  flow control , and integrated  memory ; hailed as the first general-purpose computer concept. Unfortunately, because of funding issues, this computer was never built while Charles Babbage was alive. However, in  1910  Henry Babbage, Charles Babbage's youngest son was able to complete a portion of the machine that could perform basic calculations. In  1991 , the London Science Museum completed a working version of the Analytical Engine No 2. This version incorporated Babbage's refinements developed during the creation of the Analytical Engine. Although Babbage never completed his invention in his lifetime, his radical ideas and concepts of the computer are what make him the father of computing. Father of the computer There a

COMPUTER LANGUAGES

Image
COMPUTER LANGUAGES Languages are a means of communication. Normally people interact with each other through a language. On the same pattern, communication with computers is carried out through a language. This language is understood both by user and the machine. Just as every language like English, Hindi has its grammatical rules; every computer language is bound by rules known as SYNTAX of that language. The user is bound by that syntax while communicating with the computer system.                                                                                                                                       Computer Languages Computer languages are broadly classified as: 1. Low Level Language: The term low level means closeness to the way in which machine understand. The low level languages are: a. Machine Language: This is the language (in the form of 0’s and 1’s, called binary Numbers) understood directly by the computer. It is machine dependent. It
Image
SOFTWARE As you are aware, computer cannot do anything on its own. It is the user who instructs computer; what to do, how to do and when to do. In order to perform any task, you have to give a set of instructions in a particular sequence to the computer. These sets of instructions are called Programs. Software refers to a set of programs that makes the hardware perform a particular set of tasks in particular order. Software can be classified mainly into following categories and sub-categories are shown in Figure 1                                                                              Fig-1: Classification of Software System Software When you switch on the computer the programs stored in ROM are executed which activates different units of your computer and makes it ready for you to work on it. This set of programs can be called system software. System softwares are sets of programs, responsible for running the comput